40th BCS Chemistry
ক বিভাগ
নম্বর : ২০X৫=১০০
১। নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিন: ২x১০=২০
(ক) CO গ্যাসকে নীরব ঘাতক বলা হয় কেন? রক্তের সঙ্গে এর সম্পর্কের কৌশল লিখুন।
(খ) সন্ধি তাপমাত্রা ও সন্ধি চাপ বলতে কী বোঝেন?
(গ) রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লীয় বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখুন।
(ঘ) HCI গ্যাসের ব্যাপন হার অপেক্ষা NH3 গ্যাসের ব্যাপন হার বেশি কেন? ব্যাখ্যা করুন।
(ঙ) AIF3; আয়নিক যৌগ হলেও AlCl3,-এ সমযোজী বৈশিষ্ট্য প্রবল-ব্যাখ্যা করুন।
(চ) এসিড অ্যামাইডে কার্বনিলমূলক (-CO-) থাকা সত্ত্বেও এটি অ্যালডিহাইড ও কিটোনের মত নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেয় না কেন?
(ছ)_HCO3,আয়ন উভয়ধর্মী (এসিড ও ক্ষারক) পদার্থ, বিক্রিয়াসহ ব্যাখ্যা করুন।
(জ) মেথো যৌগ ও রেসিমিক মিশ্রণের সংজ্ঞা ও উদাহরণ দিন।
(ঝ) CaCl2; ও AlCl3; লবণদ্বয়ের মধ্যে কোনটি পানিতে বেশি দ্রবণীয় এবং কেন?
(ঞ) গ্লিসারিন ও ফেনল উভয় যৌগে একই -OH মূলক থাকা সত্ত্বেও গ্লিসারিন নিরপেক্ষ কিন্তু ফেনল অম্লধর্মী ব্যাখ্যা করুন
২) (ক) বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাস কাকে বলে? বাস্তব গ্যাসের আচরণ আলোচনা করতে ভ্যানডার ওয়ালস কীভাবে আদর্শ গ্যাসের সমীকরণ সংশোধন করেন তা ব্যাখ্যা করুন।
(খ) অ্যানথালপি কী? দেখান যে, জুল-থমসন সম্প্রসারণে অ্যানথালপি ধ্রুবক থাকে। জুল-থমসন ফলাফলের বিপর্যয় আলোচনা করুন।
(গ) আণবিক বিশৃঙ্খলার সাথে এনট্রপির সম্পর্ক কী? এনট্রপি পরিবর্তন একটি অলভ্য শক্তির পরিমাপক'-ব্যাখ্যা করুন।
৩) (ক) সান্দ্রতা বলতে কী বোঝেন? তাপমাত্রা বাড়ালে তরল পদার্থের সান্দ্রতা কমে অথচ গ্যাসের ক্ষেত্রে তা বাড়ে'-ব্যাখ্যা করুন।
(খ) একটি আদর্শ গ্যাসের সমতাপীয় উভমুখী সম্প্রসারণজনিত প্রাপ্ত কাজ সর্বাধিক হয়’-কেন?
(গ) তাপাোৎপাদী ও তাপহারী বিক্রিয়া বলতে কী বোঝেন? বন্ধন-শক্তির সাথে বিক্রিয়া তাপের সম্পর্ক কী?
(ঘ) প্রমাণ করুন যে, অপরাবর্ত প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন পরাবর্ত প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন অপেক্ষা অধিক।
৪।(ক) অসমসিস কী? অসমোটিক চাপের সংজ্ঞা লিখুন। তাপমাত্রা বাড়ালে অসমটিক চাপ বেড়ে যায় কেন?
(খ) লা-শ্যাটেলিয়ের নীতি কী? এই নীতি ব্যবহার করে নিম্নলিখিত বিক্রিয়ার উৎপাদন মাত্রার উপর চাপ ও তাপমাত্রার প্রভাব আলোচনা করুন।
N2+3H2=2NH3; ; <H=- 26.6 kCal
N2+02=2NO ; H=43.0 kCal
(গ) সমাবস্থা সূত্র কী? পানির সমাবস্থা চিত্র আঁকুন এবং সমাবস্থা সূত্রের সাহায্যে বর্ণনা করুন
৫) (ক) বাফার দ্রবণের সংজ্ঞা লিখুন। উদাহরণসহ অম্লীয় ও ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়াকৌশল বর্ণনা করুন।
(খ) প্রশমন তাপ বলতে কী বাোঝেন? সকল তীব্র এসিড ও তীব্র ক্ষারকের প্রশমন তাপ ধ্রুবক কেন? মৃদু এসিড ও তীব্র ক্ষারকের প্রশমন তাপের মান ধ্রুবক নয় কেন?
(গ) “জারণ ও বিজারণ বিক্রিয়া সর্বদা একই সাথে ঘটে" উদাহরণসহ ব্যাখ্যা করুন।
(ঘ) পারঅক্সাইড ফলাফল কী? পারঅক্সাইডের উপস্থিতিতে প্রাোপিনের সাথে HBr"-এর যুত বিক্রিয়ার কৌশল ব্যাখ্যা করুন।
৬) (ক) Sx1 এবং SN2 বিক্রিয়ার ক্রিয়াকৌশল উদাহরণসহ বর্ণনা করুন।
(খ) ব্যাখ্যা করুন:
(i) পিরিডিন একটি হেটারাোসাইক্লিক অ্যারাোমেটিক যৌগ।
(ii) নাইট্রোবেনজিন মেটা নির্দেশক।
(iii) ক্লোরােবেনজিন ক্লোরাোমিথেনের মতাো প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না।
(গ) বেনজিনের নাইট্রেশন ও সালফোনেশন বিক্রিয়ার কৌশল বর্ণনা করুন।
(ঘ) পাইরল একটি দুর্বল ক্ষারক-কেন?
৭) (ক) তড়িবশ্লেষণ লতে কী বাোঝেন? ফ্যারাডের তড়িৎবশ্লেষণ সূত্রদ্বয় আলাোচনা করুন।
(খ) প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বারের গঠন বর্ণনা করুন। উক্ত তড়িত্ত্বার ব্যবহার করে একটি জিংক তড়িৎদ্বারের বিভব নির্ণয় করুন।
(গ) ইটিপি কী? বাংলাদেশে শিল্পবর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে বর্ণনা করুন।
খ বিভাগ
মান; ২০x৫=১০০
৮) সংক্ষেপে উত্তর দিন:
(ক) অ্যালকালয়েড প্রয়াোজনীয় ও গুরুত্বপূর্ণ কেন?
(খ) সেলুলাোজ ও স্টার্সের মধ্যে গঠনগত পার্থক্য লিখুন।
(গ) পেপটাইড লিংকেজ বলতে কী বাোঝেন?
(ঘ) রিডিউসিং এবং নন-রিডিউসিং সুগার বলতে কী বাোঝেন? উদাহারণ দিন।
(ঙ) Rf-এর মান 1 এর চেয়ে কম হয় কেন?
(চ) এসিটিক এসিড হতে গিসারিন-এর রূপান্তর লিখুন।
(ছ) কার্বক্যাটায়ন-এর পুনর্বিন্যাস কেন ঘটে?
(জ) কটন প্রভাব'-এর কারণ কী?
(ক) জাল নাোট শনাক্তকরণে অতিবেগুনী রশ্মি কীভাবে ব্যবহৃত হয়?
(ঞ) মিউটাঘূর্ণন বলতে কী বাোঝেন?
৯) (ক) গ্রুপ ফ্রিকোয়েন্সি (group frequency) বলতে কী বাোঝায়? চিকিৎসাবিজ্ঞানে নিকট অবলাোহিত (near IR) এর ব্যবহার লিখুন।
(খ) কারণসহ ব্যাখ্যা করুন:
(i) ঘন দ্রবণের মাত্রা নির্ণয়ে বিয়ার-ল্যামবার্ট সূত্র প্রয়াোগ করা যায় না।
(ii) কাচ-এর পরিবর্তে ক্ষার ধাতুর হ্যালাইড দ্বারা IR কোষ গঠিত হয়।
(গ) এন.এম.আর, বর্ণালী বলতে কী বাোঝায়? একটি যৌগের আণবিক সংকেত C2HC;। এটির প্রাোটন
এন.এম.আর. বর্ণালী মাত্র একটি 4H একপদী প্রদর্শন করে। যৌগটির আণবিক গঠন নির্ণয় করুন।
১০। (ক) আলাোক সক্রিয় যৌগ বলতে কী বাোঝায়? কাইরাল অপ্রতিসম, বি-প্রতিসম ও প্রতিসম অণু বলতে কী বাোঝেন তা একটি করে উদাহরণসহ লিখুন।
(খ) আট্রোপ সমানুতা কী? এই সমানু হওয়ার শর্ত কী?
(গ) নিচের যৌগগুলোর কাইরালিটি নিয়ে কারণসহ মন্তব্য উল্লেখ করুন:
C0,ll
NO2 NO, Coll এবং NO2 NO2 Coll NO2 CO2H
(ঘ) রেসিমিক মিশ্রণকে পৃথক করার মূলনীতি ব্যাখ্যা করুন
১১। (ক) ওয়াল্ডেন ইনভারশন' কী? n বিউটেনের বিভিন্ন কনফরমেশনাল গঠন লিখুন।
(খ) প্রতিসাম্য কী? এসিমেট্রি ও ডিসিমেট্রি এর মধ্যে পার্থক্য কী? উদাহরণসহ প্রতিসাম্য তল; প্রতিসাম্য কেন্দ্র ও
প্রতিসাম্য অক্ষ সম্পর্কে আলাোচনা করুন।
(গ) ইনানশিওমার ও ডায়াস্টেরিওমার কী? এদের ধর্ম আলােচনা করুন।
১২) (ক) প্রাোটিন কী? প্রাোটিন-এর গঠন বর্ণনা করুন।
(খ) খাদ্যে প্রাোটিন-এর পরিমাণ কীভাবে নির্ণয় করা যায়?
(গ) কী ঘটে যখন-
(i) গ্লাইসিনকে নাইট্রাস এসিড এবং ২, ৪-ডাইনাইট্রোফ্লুরােবেনজিন (2, 4 dinitrofluorobenzene) এর
সাথে বিক্রিয়া করানাো হয়।
(ii) এলানিনকে জলীয় NaOH এবং নাইট্রাস এসিড-এর সাথে বিক্রিয়া করানাো হয়।
(ঘ) আইসাোইলেকট্রিক পয়েন্ট-এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন।
১৩। (ক) ক্রোমাটোগ্রাফি কী? পাতলস্তর ক্রোমাোটোগ্রাফির নীতি ব্যাখ্যা করুন। যৌগের Rf মানের উপর বিভিন্ন শর্তের প্রভাব আলাোচনা করুন।
(খ) ‘তত্ত্বীয় প্লেইট' এবং 'তত্ত্বীয় প্লেইটের সমতুল্য উচ্চতা' বলতে কী বাোঝায়?
(গ) HPLC-তে কোন কোন ধরনের ডিটেক্টর প্রধানত ব্যবহার করা হয়? এতে ব্যবহৃত দ্রাবকসমূহের কোন কোন
শর্তাবলি পূরণ করতে হয়?
১৪। (ক) ফ্রন্টিয়ার আণবিক অরবিটাল বলতে কী বােঝায়? তাৎপর্যসহ HOMO-LUMO ধারণার প্রয়াোগ দেখান।
(খ) সংক্ষেপে সমযাোজী বন্ধনের আণবিক অরবিটাল মতবাদ (MOT) আলাোচনা করুন।
(গ) টীকা লিখুন:
(i) IR বর্ণালীমিতির মূলনীতি
(ii) ম্যাকলাফার্টি পুনর্বিন্যাস
Post a Comment