38th BCS । Written Question । Technical Cadre। Economics। ৩৮তম বিসিএস ইকোনমিক লিখিত প্রশ্ন



38th BCS ।  Written Question ।  Technical Cadre। Economics।  ৩৮তম বিসিএস ইকোনমিক লিখিত প্রশ্ন




38th BCS
বিষয় কোড: ৩৩১
পূর্ণমান: ২০০


পার্ট ১
ক বিভাগ
মান: ২x৫=১০নম্বর


১। (ক) নীতিভিত্তিক অর্থনীতির সংজ্ঞা দিন
(খ) বাজেট রেখা বলতে কী বােঝায়?
(গ) প্রান্তিক উপযােগের সংজ্ঞা দিন।
(ঘ) স্বাভাবিক জিডিপি (GDP) এবং প্রকৃত জিডিপি-এর মধ্যে পার্থক্য কী?
(ঙ) লেনদেনের ভারসাম্য বলতে কী বােঝায়?

খ বিভাগ
মান: ১০x৯=৯০

2। (ক) যােগান সূচী ও যােগান রেখার পার্থক্য নির্দেশ করুন।
(খ) যােগানের নির্ধারকসমূহ আলােচনা করুন।

৩।(ক) চাহিদার স্থিতিস্থাপকতা ধারণাটি ব্যাখ্যা করুন। চাহিদার স্থিতিস্থাপকতা সাধারণত কত ৫
প্রকারের? যে সব বিষয়ের উপর এটি নির্ভর করে সেগুলাে বিশ্লেষণ করুন।
(খ) চাহিদা রেখার একটি নির্দিষ্ট বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করুন।

৪। (ক) নিরপেক্ষ রেখার সংজ্ঞা দিন। এর বৈশিষ্ট্য কী কী?
(খ) “আয় প্রভাব (income effect) ও বিকল্প প্রভাব (substitution effect)-এর ৫
সম্মিলিত প্রভাব হলাে মূল্য প্রভাব (price effect)। রেখচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করুন।

৫। (ক) পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলাে কী কী?
(খ) পূর্ণ প্রতিযােগিতামূলক বাজারে স্বল্প মেয়াদে কোনাে প্রতিষ্ঠান (firm) ক্ষতি স্বীকার করেও ৫
কেন উৎপাদন অব্যাহত রাখে তা রেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা করুন।

৬। (ক) প্রান্তিক খরচ এবং গড় খরচের মধ্যে পার্থক্য করুন।.প্রান্তিক এবং গড় খরচ রেখাসমূহ ৫
কেন U আকৃতির ব্যাখ্যা করুন।
(খ) দীর্ঘকালীন সমস্ত ব্যয়ই পরিবর্তনশীল কেন?

38th BCS


৭। (ক) আর্থিক মজুরী ও প্রকৃত মজুরীর মধ্যে পার্থক্য কী?
(খ) প্রকৃত মজুরী কী কী বিষয়ের উপর নির্ভর করে তা আলােচনা করুন।

৮। (ক) অবাধ বাণিজ্য ও সংরক্ষিত বাণিজ্যের মধ্যে পার্থক্য কী?
(খ) অবাধ বাণিজ্যের স্বপক্ষে ও বিপক্ষে চুক্তিগুলাে ব্যাখ্যা করুন।

৯।(ক) হেকসার-ওলিন (Heckscher-Ohlin)-এর বাণিজ্য তত্ত্ব ব্যাখ্যা করুন।
(খ) রিকার্ডো মডেলের চেয়ে হেকসার-ওলিনের মডেল বাণিজ্য তক্কে কী উন্নয়ন এনেছে-ব্যাখ্যা

১০। (ক) বিশ্বায়ন বলতে কী বােঝেন? বিশ্ব অর্থনীতির সঙ্গে বাংলাদেশের অর্থনীতি কীভাবে যুক্ত ।ব্যাখ্যা করুন।
(খ) বিশ্বায়নে বাংলাদেশের অর্থনীতির প্রতিবন্ধকতাসমূহ (challenges) উল্লেখ করুন।


পার্ট ২
ক বিভাগ
মান: ২x৫=১০

১১। (ক) মানব সম্পদ সূচক (HAI) বলতে কী বােঝায়?
(খ) উন্নয়নের নির্ধারক কী কী?
(গ) স্বল্পোন্নত দেশ (LDC) এবং উন্নয়নশীল দেশের মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
(ঘ) মানব উন্নয়ন সূচকের (HAI) উপাদানগুলাে কী?
(ঙ) পিপিপি (PPP) কী?

খ বিভাগ
মান: ১০x৯=৯০

১২। (ক) অর্থনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি-এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
(খ) ২০২৪ সালের মধ্যে বাংলাদেশের পক্ষে একটি উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার সম্ভাবনা ৫
কতােখানি-ব্যাখ্যা করুন।

১৩। (ক) দারিদ্র্য বিমােচন বলতে কী বােঝায়?
(খ) বাংলাদেশের দারিদ্র বিমােচনের জন্য আপনি কী কী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেন-ব্যাখ্যা করুন ।

১৪। (ক) বাংলাদেশের মুদ্রানীতির প্রধান উদ্দেশ্য কী কী? আলােচনা করুন।
(খ) অর্থনীতির উন্নয়নে মুদ্রানীতির ভূমিকা আলােচনা করুন।

১৫। (ক) ঘাটতি বাজেট ও উদ্বৃত্ত বাজেটের মধ্যে পার্থক্য কী?
(খ) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব নীতির ভূমিকা আলােচনা করুন।



১৬। (ক) 'ডেমোগ্রাফিক ডিভিডেন্ড (deographic divisterd) বলেতে কী বােঝায়? বাংলাগে এই ৫
অর্থনীতিতে এর ভূমিকা কীভাবে ব্যাখ্যা করবেন?
(খ) বাংলাদেশের জনসংখ্যা নীতির প্রধান উদ্দেশ্য কী কী? বাংলাদেশ মান সংখ্যা ৫
নিয়ন্ত্রণ কার্যক্রম কতটুকু কার্যকর-আলােচনা করুন।

১৭। (ক) বাণিজ্যিক ভারসাম্য ও লেনদেনের ভারসাম্যের মধ্যে পার্থক্য কী?
(খ) বাংলাদেশে রপ্তানি বৃদ্ধির অন্য আপনি কী কী পদক্ষেপ সুপারিশ কবে?

১৮। (ক) বাংলাদেশে গত ১০ বছরে সেবাখাতে প্রবৃদ্ধি অব গণীয়-কাণগুলো ব্যাখ্যা করুন
(খ) ভবিষ্যতে সেবাখাত কোন ধরনের প্রতিবন্ধকতার (cinallenges) সম্মুখীন হতে পারে?
আলোচনা করুন।

১৯। (ক) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের ভূমিকা আলােচনা করুন
(খ) বাংলাদেশে বৈদেশিক সরাসরি বিনিয়ােগে (FD1) এবিকতাসমূহ কী? এ কল
প্রতিবন্ধকতা উত্তরণে সরকারের পদক্ষেপসমূহ উল্লেখ করুন।

২০। টীকা লিখুন:
(ক) মূল্যস্ফীতি (Inflation)
(খ) গ্যাট (GATT) ও ডব্লিউটিও (WTO)
(গ) বাংলাদেশের বিনিময় হার নীতি (Exchange Rate Policy of Bangladesh)
(ঘ) আমদানির বিকল্প প্রযুক্তি ও রপ্তানিবর্ধক কর্মসূচী (Export Promotio?? ??i Ir7port
Substitution)
(ঙ) বেজা (BEZA)


0/Post a Comment/Comments

Previous Post Next Post