36th BCS Written Technical Cadre Economics





৩৬তম  বিসিএস 
বিষয় কোড ঃ ৩৩১
নির্ধারিত সময়-৪ ঘন্টা
পূর্ণমান-২০০

পার্ট-১
ক বিভাগ
মান-২x৫=১০ নম্বর

১। (ক) চাহিদা বিধি কি?
(খ) নিকৃষ্ট ও গিফেন দ্রব্যের মধ্যে মূল পার্থক্য কি?
(গ) উৎপাদন অপেক্ষকের সংজ্ঞা দিন।
(ঘ) জি.এন.পি এবং জি.ডি.পি এর মধ্যে পার্থক্য কী?
(ঙ) বাণিজ্য শর্ত বলতে কি বুঝায়?

খ বিভাগ
(যে কোনাে ছয়টি প্রশ্নের উত্তর দিন)
মান-১৫x৬=৯০


২।(ক) চাহিদাসূচী ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য নির্দেশ করুন।
(খ) চাহিদার নির্ধারক সমূহ আলােচনা করুন।
(ক) সংখ্যাবাচক ও পর্যায়বাচক উপযােগের মধ্যে পার্থক্য লিখুন।
(খ) ক্রমহ্রাসমান প্রান্তিক উপযােগ বিধি ও সমপ্রান্তিক উপযােগ বিধি ব্যাখ্যা
করুন।
৪। (ক) নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলাে লিখুন।
“সব গিফেন দ্রব্য নিকৃষ্ট দ্রব্য, কিন্তু সব নিকৃষ্ট দ্রব্যই গিফেন দ্রব্য নয়"।
ব্যাখ্যা করুন।
(ক) একচেটিয়া ফার্মকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন?
(খ) অস্বাভাবিক মুনাফাসহ একচেটিয়া ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করুন।
(ক) আর্থিক মজুরী ও প্রকৃত মজুরীর মধ্যে পার্থক্য কি?
(খ) রিকার্ডোর খাজনা তত্ত্বটি সংক্ষেপে বিবৃত করুন।

৮।
(ক) আর্থিক জি.ডি.পি ও প্রকৃত জি.ডি.পি এর মধ্যে পার্থক্য কি?
(খ) জাতীয় আয় পরিমাপের বিভিন্ন পদ্ধতিগুলো সংক্ষেপে আলােচনা করুন।
(ক) পরিবর্তনীয় অনুপাত বিধি কি? একজন উৎপাদক সকল সময় উৎপাদনের
দ্বিতীয় স্তরে উৎপাদন করে কেন?
(খ) একটি ফার্ম কিভাবে দুটো পরিবর্তনীয় উপাদান ব্যবহার করে ন্যূনতম ব্যয়ে
একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদন করে তা' সম উৎপাদন মানচিত্রের
সাহায্যে ব্যাখ্যা করুন।
১০
৯।
(ক) অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য কি?
(খ) আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক সুবিধা তত্ত্বটি সংক্ষেপে আলােচনা করুন।
১০। (ক) মূল্য বৈষম্য কি? মূল্য বৈষম্য কখন সম্ভব?
(খ) কিভাবে একটি যােগসাজশমূলক ডুয়ােপলী মডেলে দাম এবং উৎপাদনের
পরিমাণ নির্ধারিত হয় তা ব্যাখ্যা করুন।

পার্ট-২
ক বিভাগ
মান-২x৫=১০

১১। (ক) অর্থনৈতিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কি?
(খ) দারিদ্র পরিমাপের নির্দেশকগুলাে কি?
(গ) . প্রচ্ছন্ন বেকারত্ব বলতে কি বুঝায়।
মুদ্রা বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য কি?
সবুজ বিপ্লব বলতে কি বুঝায়।
খ বিভাগ
(যে কোন ছয়টি প্রশ্নে উত্তর দিন)
মান-১৫x৬=৯০
১২। (ক) ঘাটতি বাজেট ও ঘাটতি অর্থায়নের মধ্যে পার্থক্য কি?
(খ) ঘাটতি অর্থায়নের সাথে জড়িত সম্ভাব্য বিপদের বিবেচনায় বাংলাদেশ
সরকারের পক্ষে ঘাটতি অর্থায়নের যৌক্তিকতা ব্যাখ্যা করুন।
১০
১৩। (ক) মুদ্রাস্ফীতি বলতে কি বুঝায়।
(খ) মুদ্রাস্ফীতির আর্থ-সামাজিক ফলাফল আলােচনা করুন।
১৪। (ক) বাণিজ্য ভারসাম্য ও লেনদেন ভারসাম্যের মধ্যে পার্থক্য নির্দেশ করুন।
(খ) রপ্তানী উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ লিখুন।
১০
নম্বর
১৫। (ক) বাংলাদেশের কৃষির সমস্যাসমূহ কি কি?
(খ) সরকার কর্তৃক কৃষিখাতে গৃহীত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলােচনা করুন।
১০
১৬। (ক) ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পার্থক্য নির্দেশ করুন।
(খ) আধুনিক শিল্পের সাথে অসম প্রতিযােগিতার পরও বাংলাদেশে কুটির শিল্প ১০
টিকে থাকার কারণসমূহ বর্ণনা করুন।
১৭। (ক) শিল্পনীতি বলতে কি বুঝায়।
(খ) জাতীয় শিল্পনীতি ২০১০ এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলাে বর্ণনা করুন।
১০
১৮। (ক) বাংলাদেশের অর্থনীতিতে শিল্পায়নের গুরুত্ব আলােচনা করুন।
(খ) বাংলাদেশের পােশাক শিল্পের বর্তমান সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা আলােচনা
করুন।
১০
১৯। (ক) অর্থনৈতিক পরিকল্পনার সংজ্ঞা দিন।
(খ) বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে পরিকল্পনাবিদগণ কি কি সমস্যার
সম্মুখীন হন তা আলােচনা করুন।
১০
২০। (ক) ইলেক্ট্রনিক ব্যাংকিং কি? ইলেক্ট্রনিক ব্যাংকিং এর প্রধান সেবাগুলাে কি কি?
(খ) ইস্ট্রেনিক ব্যাংকিং এর উদ্ভবের ফলে ব্যাংক কর্তৃপক্ষ কি কি নতুন চ্যালেঞ্জের
সম্মুখীন হচ্ছেন তা ব্যাখ্যা করুন।

0/Post a Comment/Comments

Previous Post Next Post