Bangla Grammer বাংলা ভাষা (40th -30th) BCS prelliminary

40th -30th BCS Bangla Grammer

৪০তম বিসিএস

1)বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে
2)গির্জা’ যে ভাষার অন্তর্গত শব্দ— পর্তুগিজ
3)যে শব্দযুগল বিপরীতার্থক নয়— ঐচ্ছিক-অনাবশ্যিক।
4)দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী—তৃতীয়া বিভক্তি।
5)‘অভিরাম’ শব্দের অর্থ—সুন্দর
6)শরতের শিশির’ বাগধারাটির অর্থ সুসময়ের বন্ধু।
7)‘শিবরাত্রির সলতে’ বাগধারাটির অর্থ—একমাত্র সন্তান।
8)‘প্রােষিতভর্তকা’ শব্দটির অর্থ—যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে।
9)বাংলা কৃৎপ্রত্যয় সাধিত শব্দ— খেলনা
10)‘জোছনা’ যে শ্রেণির শব্দ—অর্ধ-তৎসম
11)জিজীবিষা’ শব্দটি দিয়ে বােঝায়—বেঁচে থাকার ইচ্ছা।
12)’Attested’-এর বাংলা পরিভাষা কোনটি?
 সত্যায়িত ও প্রত্যয়িত [Note –  প্রশ্নে দুইটা উওর আছে ]
13)শুদ্ধ বানান- প্রােজ্জ্বল
14)সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয়— সর্বাঙ্গ + ঈন।
15) অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় _কুম্ভিলকবৃত্তি
16) ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বুঝায়— মাকড়সা

 

0/Post a Comment/Comments

Previous Post Next Post