নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন (40th-35th) BCS



নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

 

৪০তম বিসিএস

১। বাংলাদেশে নব-নৈতিকতার প্রবর্তক হলেন—আরজ আলী মাতুব্বর।

২।  আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা  সকলেই ভালাে নাগরিক হওয়ার প্রত্যাশা করি’। এটি—নৈতিক অনুশাসন।

৩। তথ্য পাওয়া মানুষের যে ধরনের অধিকার- মৌলিক

৪। সভ্য সমাজের মানদণ্ড হলো—- আইনের শাসন।
৫। ‘বিপরীত বৈষম্য’-এর নীতিটি প্রয়ােগ করা হয় সংখ্যালঘুদের ক্ষেত্রে।
৬।  মূল্যবােধ হলাে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
৭। জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলাে মৌলিক স্বাধীনতার উন্নয়ন।
৮। মূল্যবােধের চালিকা শক্তি হলাে—সংস্কৃতি
৯। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলাে—সরকার পরিচালনায় সাহায্য করা।
১০। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়ােগ বৃদ্ধি পায়।

৩৯তম বিসিএসে (বিশেষ) এ
অংশটি সিলেবাসভুক্ত ছিল না ।

 

৩৮তম বিসিএস

১) গােল্ডেন মিন (Golden Mean) হলাে— দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা।
২) ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে ১৯৯৭ সালে।
৩)শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ কিছুই না।
৪) ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবােধের শিক্ষা থেকে।
৫)সুশাসনের যে নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে স্বচ্ছতা
৬) যে রিপাের্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে— শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন।
৭) সুশাসনের উপাদান নয়—নৈতিক শাসন।
৮) সংস্কৃতির উপাদান নয়—আইন
৯)জেরেমি বেন্থাম— যুক্তরাজ্যের অধিবাসী।
১০)মূল্যবােধ পরীক্ষা করে
ক) ভালাে ও মন্দ খ) ন্যায় ও অন্যায়
গ) নৈতিকতা ও অনৈতিকতা ঘ) উপরের সবগুলাে

৩৭তম বিসিএস

১) একজন যােগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের
অত্যাবশকীয় মৌলিক গুণাবলির মধ্যে
শ্রেষ্ঠ গুণ-নৈতিকতা
২) আমাদের চিরন্তন মূল্যবােধ—সত্য ও ন্যায়।
৩) রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়—সংবাদ মাধ্যমকে
৪) সরকারি সিদ্ধান্ত প্রণয়নে যে মূল্যবােধটি
গুরুত্বপূর্ণ নয়—সৃজনশীলতা
৫) UNDP সুশাসন নিশ্চিতকরণে— ৯টি
উপাদান উল্লেখ করেছে।
৬) ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়—
সুশাসনের জন্য উচ্চ শিক্ষিত কর্মকর্তা নিয়ােগ।
৭) সরকারি চাকরিতে সততার মাপকাঠি
নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব
যথাবিধি সম্পন্ন করা
৮) নৈতিক শক্তির প্রধান উপাদান— সততা ও নিষ্ঠা।
৯) “সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের,
সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের
সঙ্গে শাসিতের সম্পর্ক বােঝায়”- উক্তিটি
যার— ম্যাককরনী
১০) জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ
প্রত্যয় হলাে— সুশাসন

৩৬তম বিসিএস

১) নৈতিকতাকে বলা হয় মানবজীবনের
নৈতিক আদর্শ।
২) ‘Power: A New Social Analysis
গ্রন্থটি যার লেখা— রাসেল
৩) নৈতিক আচরণবিধি (Code of ethics)
বলতে বুঝায়–
ক) মৌলিক মূল্যবােধ সংক্রান্ত সাধারণ
বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে
সংজ্ঞায়িত করে
খ) বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের
মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি
গ) দৈনন্দিন কার্যকলাপ ত্বরালিত করণে প্রণীত
নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি
ঘ) উপরের তিনটিই সঠিক
৪) ব্যক্তিগত মূল্যবােধ লালন করে স্বাধীনতার
মূল্যবােধকে।
৫);সুবৰ্ণ মধ্যক’ হলাে—দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা।
৬) মূল্যবােধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে—
সামাজিক অবক্ষয় রােধ করা ।
৭) সুশাসন হচ্ছে এমন এক শাসনব্যবস্থা যা শাসক
ও শাসিতের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তােলে
৮) সুশাসনের পূর্বশর্ত হচ্ছে অর্থনৈতিক
ও সামাজিক উন্নয়ন।
৯) একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবােধ
হলাে—জনকল্যাণ
১০) সুশাসনের পথে অন্তরায়-স্বজনপ্রীতি

৩৫তম বিসিএস

১)নীতিবিদ্যার আলােচ্য বিষয় সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলােচনা ও মূল্যায়ন।
২) মানুষের যে ক্রিয়া নীতিবিদ্যার আলােচ্য বিষয়—ঐচ্ছিক ক্রিয়া।
৩) মূল্যবােধ (Values) হলাে মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।
৪) সামাজিক মূল্যবােধের ভিত্তি—আইনের শাসন, নৈতিকতা, সাম্য ইত্যাদি।
৫) সুশাসনের পূর্বশর্ত হচ্ছে— মত প্রকাশের স্বাধীনতা।
৬) সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (MDGS) অর্জনে সুশাসনের যে দিকটির উপর গুরুত্ব দেয়া হয়েছে–সুশাসনের অর্থনৈতিক দিক।

৭) “আইনের চোখে সব নাগরিক সমান।”- বাংলাদেশের সংবিধানের যত নম্বর অনুচ্ছেদে এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে-২৭নং
৮) Johannesburg Plan of Implementation
সুশাসনের সঙ্গে যে বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়—টেকসই উন্নয়ন
৯) সুশাসন’ সর্বপ্রথম সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে—বিশ্বব্যাংক

0/Post a Comment/Comments

Previous Post Next Post