35th BCS Written History



35th BCS History
বিষয় কোডঃ ১৮১
নির্ধারিত সময়—৪ ঘণ্টা
পূর্ণমান—২০০
[ প্রত্যেক বিভাগ থেকে যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে প্রত্যেক প্রশ্নের মান সমান।]
ক বিভাগ
মান—২০x৫=১০০

১। বাংলার প্রথম স্বাধীন শাসক হিসেবে শশাংকের মূল্যায়ন করুন
২। বাংলায় সেন শাসনের সংক্ষিপ্ত বর্ণনা দিন।
৩। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠায় বখতিয়ার খলজীর কৃতিত্ব মূল্যায়ন করুন।
৪। আলাউদ্দিন হােসেন শাহের শাসনকালকে স্বর্ণযুগ বলার যৌক্তিকতা ব্যাখ্যা করুন।
৫। ইবনে বতুতার ভ্রমণ বৃত্তান্ত থেকে তৎকালীন বাংলার অর্থনৈতিক জীবন সম্পর্কে কী জানা যায়?
৬। বাংলায় সুফিবাদের বিকাশ সংক্ষেপে আলােচনা করুন।
৭। পলাশী যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করুন।
৮। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কী ছিল?
৯। বাংলায় স্বদেশী আন্দোলনের প্রকৃতি আলােচনা করুন। এটি কেন ব্যর্থ হয়েছিল?
১০। ঐতিহাসিক ছয়-দফার বর্ণনা দিন। বাংলাদেশের অভ্যুদয়ে এর গুরুত্ব কী ছিল?

খ বিভাগ
মান—২০x৫=১০০

১১। আরবদের সিন্ধু বিজয়ের কারণ ও ফলাফল বর্ণনা করুন।
১২। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হিসেবে ইলতুৎমিশের মূল্যায়ন করুন ।
১৩। শের শাহের শাসন সংস্কারের বর্ণনা দিন।
১৪ । আকবরের রাজপুত নীতি ব্যাখ্যা করুন।
১৫। ওয়ারেন হেস্টিংস-এর বিচার বিভাগীয় সংস্কার পর্যালােচনা করুন।
১৬। পঞ্চদশ ও ষােড়শ শতাব্দীর ভৌগােলিক আবিষ্কারসমূহের তাৎপর্য ব্যাখ্যা করুন ।
১৭। ইউরােপে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান মূল্যায়ন করুন ।
১৮। ফরাসী বিপ্লবের ঐতিহাসিক গুরুত্ব আলােচনা করুন ।
১৯। রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লবের কারণসমূহ কী ছিল?
২০। জার্মানীতে নাৎসিবাদের উত্থানের পটভূমি ব্যাখ্যা করুন ।

0/Post a Comment/Comments

Previous Post Next Post