36th BCS Written ISLAMIC HISTORY





৩৬তম বিসিএস (লিখিত)
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
তুরাগ
বিষয় কোড : ১৯১
নির্ধারিত সময় - ৪ ঘণ্টা
পূর্ণমান-২০০

ক-বিভাগ
নম্বর।
১।(ক) আরবদেশকে “জাজিরাতুল আরব বলার যৌক্তিকতা ব্যাখ্যা করুন।
(খ) প্রাক-মুসলিম আরব-সমাজে নারীর মর্যাদা কেমন ছিল? আলােচনা করুন।
(গ) মরুভূমির জাহাজ কাকে বলা হয় এবং কেন?

২। (ক) মদীনার ইহুদীদের সহিত মহানবীর সম্পর্ক কীরূপ ছিল? মূল্যায়ন করুন।
(খ) হুদায়বিয়ার সন্ধিতে মহানবীর দূরদৃষ্টির পরিচয় দিন
(গ) বদরের যুদ্ধের গুরুত্ব বিশ্লেষণ করুন।

৩। (ক) প্রথম খলিফা হিসেবে হয়রত আবু বকরের ভূমিকা মূল্যায়ন করুন।

(খ), মজলিস-উস-শুরাম্ব কী? এর গঠন প্রণালী সম্পর্কে আলােচনা করুন।
(গ): খলিফা হযরত ওসমান হত্যার কারণসমূহ সংক্ষেপে বিশ্লেষণ করুন।

৪। (ক) আব্দুল মালিককে উমাইয়া বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় কেন?
ওমর-বিন-আব্দুল আজিজের রাজস্ব সংস্কার বিশ্লেষণ করুন।
(গ) উমাইয়া শাসনের মৌলিক বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলােচনা করুন।

৫। (ক) আব্বাসীয় বংশ প্রতিষ্ঠায় আবু মুসলিম খােরাসানীর অবদান মূল্যায়ন করুন ।
(খ) বায়তুল হিকমাহ কী? এর কর্মকাণ্ডের উপর আলােকপাত করুন ।
(গ) খলিফা হারুন-অর-রশীদের বৈদেশিক নীতির স্বরূপ বিশ্লেষণ করুন।

৬। (ক) খারেজিদের পরিচয় দিন। তাদের মতবাদসমূহ সংক্ষেপে তুলে ধরুন।
(খ) শিয়াদের উৎপত্তি ও কর্মকাণ্ড সম্পর্কে আলােচনা করুন।
(গ) আশারিয়া মতবাদের প্রধান প্রধান দিক চিহ্নিত করুন।
৭। (ক) সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশসমূহ বিশ্লেষণ করুন।
(খ) মুহাম্মদ ঘুরীর ভারত আক্রমণের প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পর্যালােচনা করুন।
(গ) ইলতুৎমিশকে কেন দিল্লী সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়?

৮। (ক) সুলতান গিয়াস উদ্দিন বলবন কর্তৃক গৃহীত ব্যবস্থার মূল্যন করুন।
(খ) সুলতান ফিরােজ শাহ তুঘলকের সংস্কারসমূহের বর্ণনা দিন।
(গ) লােদী বংশের উত্থান ও পতন সংক্ষেপে আলােকপাত করন।

৯। (ক) পানিপথের প্রথম যুদ্ধের কারণ ও ফলাফল সংক্ষেপে বিশ্নেষণ করুন।
(খ) হুমায়ুন ও শেরশাহের সংঘর্ষের কারণ ও ফলাফল পর্যালে চনা করুন
(গ) বৈরাম খান কে ছিলেন? তাঁর কর্মজীবনের উপর টীকা লিখুন।

১০। (ক) সম্রাট আকবরের মনসবদারী প্রথার ইতিবাচক ও নেতিবাাক দিকসমূহ চিহ্নিত করুন।
(খ) সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যকার সংঘর্ষের ফলাফল বিশ্লেষণ করুন।
(গ) সম্রাট আওরঙ্গজেবের জীবন ও কর্মসংক্ষেপে পর্যালােচনা করুন।

খ-বিভাগ

১১। খলিফা হযরত ওমরের প্রশাসনিক পদক্ষেপসমূহ বিশ্লেষণ করুন।
১২। খলিফা আল-ওয়ালিদের সময়ে উমাইয়া সাম্রাজ্য সম্প্রসারণের কারণ ও ফলাফল বর্ণনা করুন।
১৩। খলিফা আল-মতাওয়াক্কিলের প্রশাসনিক নীতি পর্যালােচনা করুন। তার শাসনকালকে কী আব্বাসীয় খিলাফতের অবক্ষয়ের জন্য দায়ী করা যেতে পারে?

১৪। সেলজুক তুর্কীদের পরিচয় দিন। সেলজুকদের শ্রেষ্ঠ শাসককে ছিলেন? আলােকপাত করুন।

১৫। শেরশাহের প্রশাসনিক ব্যবস্থার মূল্যায়ন করুন।

১৬। দীন-ই-ইলাহীম্ব কী? দীন-ই-ইলাহীর উল্লেখপূর্বক আকবরের ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করুন।

১৭। ভারতে ইউরােপীয় বণিকদের আগমনের পটভূমি, কারণ ও ফলাফল বিশ্লেষণ করুন।

১৮। বিদ্রোহ বলতে কী বুঝায়? মুঘল সম্রাট বাহাদুর শাহের ভূমিকা উল্লেখপূর্বক ১৮৫৭ সালের
সিপাহী বিদ্রোহের মূল্যায়ন করুন।

0/Post a Comment/Comments

Previous Post Next Post