মধুমতি
বিষয় কোড ! ১৮১
নির্ধারিত সময়-৪ মা
পূর্ণমান-২০০
প্রত্যেক বিভাগ থেকে যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেক প্রশ্নের মান সমান
ক বিভাগ
মান-২০x৫=১০০
১। মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব মূল্যায়ন করুন।
২। যে অবস্থার পরিপ্রেক্ষিতে গোপাল সার্বভৌম ক্ষমতা লাভ করেন তাহা বর্ণনা করুন।
৩। ধর্মপালের রাজত্বকালের সংক্ষিপ্ত বিবরণ দিন।
৪। বল্লাল সেনের শাসনকালে বাংলার আর্থ-সামাজিক অবস্থা বিশ্লেষণ করুন।
৫। বাংলার স্বাধীন সুলতান হিসাবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব আলােচনা করুন।
৬। বিদেশী পর্যটকদের দৃষ্টিতে মধ্যযুগের বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা পর্যালােচনা করুন।
৭। মুর্শিদকুলী খানের রাজস্ব ব্যবস্থার বিভিন্ন দিক আলােচনা করুন।
৮। নবাব মীর কাসিমের সহিত ইংরেজদের সংঘর্ষের কারণ ও ফলাফল সংক্ষেপে আলােচনা করুন।
৯। রাজা রামমােহন রায়কে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় কেন?
১০। ১৯০৫ সালের বঙ্গ-বিভাগের পটভূমি ও ফলাফল বর্ণনা করুন।
১১। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ব্যাখ্যা করুন।
খ বিভাগ
মান-২০x৫=১০০
১। সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃতি ও ফলাফল বিশ্লেষণ করুন।
২। শাসক হিসাবে সুলতান গিয়াসুদ্দিন বলবনের মূল্যায়ন করুন।
৩। সুলতান আলাউদ্দিন খলজীর মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যালােচনা করুন।
৪। হুমায়ুন ও শেরশাহের মধ্যকার সংঘর্ষের কারণ ও ফলাফল আলােচনা করুন।
৫। আকবরের ধর্মনীতি ব্যাখ্যা করুন ।
৬। আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মূল্যায়ন করুন।
৭। দেওয়ানী কি? দ্বৈত শাসনের উল্লেখপূর্বক এর ফলাফল আলােচনা করুন।
৮। লর্ড ডালহৌসীর শাসন ব্যবস্থা ব্যাখ্যা করুন ১৮৫৭ সালের মহাবিদ্রোহের জন্য তিনি কি দায়ী ছিলেন?
৯। যে অবস্থার পরিপ্রেক্ষিতে ১৯৪৭ সালে স্বাধীন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয় তার বিবরণ দিন।
১০।স্বৈরাচারী রাজতন্ত্র কি? একজন স্বৈরাচারী শাসক হিসাবে চতুর্দশ লুই-এর মূল্যায়ন করুন।
১১। ফরাসী বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দিন।
Post a Comment