38th BCS Written History

38th BCS Written History Technical Cadre


৩৮তম
বিষয় কোডঃ ১৮১
পূর্ণমানঃ ২০০
নির্ধারিত সময়ঃ ৪ ঘণ্টা

ক বিভাগ
মান: ২০x৫ = ১০০

১। শশাঙ্ক কে ছিলেন? একজন স্বাধীন ও সার্বভৌম শাসক হিসেবে শশাঙ্কের কৃতিত্ব মূল্যায়ন করুন।
২। বরেন্দ্র বিদ্রোহের কারণ ও প্রকৃতি আলােচনা করুন। রামপাল কীভাবে এই বিদ্রোহ দমন করেন?
৩। দক্ষিণ-পূর্ব বাংলার চন্দ্র-রাজাদের উপর একটি প্রবন্ধ লিখুন।
৪। ইখতিয়ার উদ্দিন মােহাম্মদ বখতিয়ার খিলজি কর্তৃক বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার বিবরণ দিন।
। বাংলার ইতিহাসে শামসুদ্দিন ইলিয়াস শাহ এত বিখ্যাত কেন? ব্যাখ্যা করুন।
৬। মুর্শিদ কুলী খানের রাজস্ব ব্যবস্থার বিভিন্ন দিক পরীক্ষা করুন।
স। পলাশীর যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিকতর গুরুত্বপূর্ণ-ঐতিহাসিকদের এই মূল্যায়ন সম্পর্কে আপনার মতামত
লিখুন।
৮। ফকির সন্ন্যাসী আন্দোলন কেন সংঘটিত হয়? একে কি জাতীয়তাবাদী আন্দোলন বলা যায়?
* ছয় দফা দাবী কী ছিল? স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় এই দাবীগুলাের অবদান কতটুকু আলােচনা করুন।
১৫ জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান মূল্যায়ন করুন।
খ বিভাগ
মন: ২০X৫ = ১০
১। ইলতুতমিশকে ভারত উপমহাদেশে মুসলিম শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন? ব্যাখ্যা করুন।
১২। আলাউদ্দিন খিলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যালােচনা করুন।
১৩। আকবরের ধর্মনীতি পর্যালােচনা করুন।
৪ সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল ব্যাখ্যা করুন। এই বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল?
১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশ বিভাগের অপরিহার্যতা বিশ্লেষণ করুন।
১৬। প্রতিসংস্কার আন্দোলন কী? এ আন্দোলন কীভাবে পরিচালিত হয়েছিল?
১৭। জ্ঞানদীপ্ত স্বৈরাচার হিসেবে ২য় ক্যাথেরিনের মূল্যায়ন করুন।
* ১৮। ফরাসী বিপ্লবে দার্শনিকদের অবদান মূল্যায়ন করুন
১৯। ১৮৩০ সালের জুলাই বিপ্লবের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করুন।
৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ বিশ্লেষণ করুন। এই যুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী?

0/Post a Comment/Comments

Previous Post Next Post