37th BCS Written Economics




৩৭তম BCS Economics Technical cadre






পাট-১


১। (ক) অনীতির মৌনিক সমস্যা কি কি?
(খ) ব্যক্তিক ও সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা লিখুন।
(গ) চাহিদা ও যােগানের নির্ধারকগুলাে কি?
(ঘ) যােগান বিধির সীমাবদ্ধতার ক্ষেত্রগুলাে কি?
(ঙ) সুযােগ ব্যয় (Opportunity Cost) কি?


(যে কোন ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে)
মান-১৫ x ৬= ৯০

২। (ক) সংখ্যাগত উপযােগ ও পর্যায়গত উপযােগর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করুন।
(খ) ক্রমহাসমান প্রান্তিক উপযােগ বিধি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়?
(গ) সমপ্রান্তিক উপযােগ বর্ণনা করুন।

৩। (ক) যােগানের ক্ষেত্রে সম্পূর্ণ স্থিতিস্থাপক, সম্পূর্ণ অস্থিতিস্থাপক ও একক স্থিতিস্থাপকতার ধারণা চিত্র একে ব্যাখ্যা করুন।
(খ) চাহিদার ক্ষেত্রে আয় স্থিতিস্থাপকতা, দাম স্থিতিস্থাপকতা ও আড়াআড়ি (Cross)
স্থিতিস্থাপকতার ধারণা ব্যাখ্যা করুন।
(গ) একটি দ্রব্যের ৩% দাম বাড়লে ১.৫% চাহিদা হ্রাস পেল। দাম স্থিতিস্থাপকতা কি?

৪। (ক) নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলাে কি কি?
(খ) নিরপেক্ষ রেখার সাহায্যে কিভাবে স্বাভাবিক দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য ও গিফেন দ্রব্যের চাহিদার
প্রকৃতি ব্যাখ্যা করা যায়?
(গ) “আয়-প্রভাব (Income effect) ও বিকল্পন-প্রভাব (Substitute offect) এর সম্মিলিত
প্রভাব হলাে দাম-প্রভাব (Price effect)"-চিত্র এঁকে ব্যাখ্যা করুন।


৫। (ক) সম উৎপাদন রেখা ও সম ব্যয় রেখার দ্বারা কিভাবে উৎপাদনের ভারসাম্য নির্ধারিত হয়?
(খ) “দীর্ঘকালীন গড় ব্যয় রেখা হলাে স্বল্পকালীন গড় ব্যয় রেখার এনভেলপ-চিত্র এঁকে ব্যাখ্যা
(গ) বাহ্যিক মাত্রাগত উৎপাদন সুবিধা (external econonies) ও বাহ্যিক মাত্রাগত অসুবিধা
(external discconomics) কি হতে পারে?

৬। (ক) পূর্ণ প্রতিযােগিতার বাজারে স্বল্প মেয়াদে কোনাে ফার্ম ক্ষতি স্বীকার করেও কেন উৎপাদন
অব্যাহত রাখে?
(খ) একচেটিয়া বাজারে দীর্ঘ মেয়াদে ভারসাম্য নির্ধারিত হয় কিভাবে?
(গ) কিংকড (Kinked) চাহিদা রেখায় ওলিগােপলি ফার্মের ভারসাম্য নির্ধারিত হয় কিভাবে?

৭। (ক) মজুরি নির্ধারণের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব ব্যাখ্যা করুন।
(খ) প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্ব অনুসারে উৎপাদনের উপাদানসমূহের মধ্যে আয় বন্টন হয়
কিভাবে?
(গ) সুদের হার তত্ত্বে তারল্য ফাদের তাৎপর্য ব্যাখ্যা করুন।

৮। (ক) জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ ব্যাখ্যা করুন।
(খ) মােট জাতীয় উৎপাদন, নীট জাতীয় উৎপাদন এবং দেশজ উৎপাদনের মধ্যে পার্থক্য
নির্দেশ করুন।
(গ) জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলাে কি কি?

৯। (ক) আন্তর্জাতিক বাণিজ্যের জাতীয় প্রতিযােগিতামূলক সুবিধার তত্ত্বটি সংক্ষেপে আলােচনা করুন।
(খ) আমদানি কোটা আরােপিত হলে আরােপকারী দেশের অভ্যন্তরীণ ভােগ ও দামের ক্ষেত্রে কি প্রভাব পড়ে?
(গ) অফসাের আউটসাের্সিং' থেকে কারা লাভবান এবং কারা ক্ষতিগ্রস্ত হয়?

১০। (ক) “বিশ্বায়নের বাতায়ন এক নতুন বিশ্বের জন্ম দিচ্ছে’-আলােচনা করুন।
(খ) আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ কর্মসংস্থানের ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব আলােচনা করুন।
(গ) আন্তর্জাতিক বাণিজ্য উদারীকরণে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ভূমিকা আলােচনা করুন।


পার্ট-২, ক অংশ
মান-২X ৫=১০

১১। (ক) উন্নয়ন ও অনুন্নয়নের পার্থক্য নির্ণয় করুন।
(খ) মানব উন্নয়ন সূচক বলতে কি বােঝায়?
(গ) জিএসপি সুবিধা কি?
(ঘ) সবুজ প্রবৃদ্ধি কৌশল বলতে কি বুঝায়?
(ঙ) বিশেষ অর্থনৈতিক অঞ্চল কি?

(যে কোন ৬টি প্রশ্নের উওর দিন)

১২। (ক) বাংলাদেশের অর্থনীতি কিভাবে দ্রুত উন্নয়নশীল?
(খ) টেক্সই উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা কত।
(গ) দারিদ্রের দুষ্ট হয়ে ধৰণাটি বিশ্লেষণ কর।

১৩। (ক) রাজনীতি ও ত্রানীতি ধ্যে পাত কি?
(খ) অর্থনীতির উন্নয়নে রামধনীত ভূমিকা কি?
(গ) বাংলাদেশ সরকারের ২০১৬-১৭ অর্থবছর বাজেটের এন বৈশিষ্ট্য যখন কণ।

১৪। (ক) বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকগুলাে নে নে শ্বের ১াকে সখী
(খ) বাংলাদেশের পুঁজিবাজারে সংকটসমূহ কি কি?
(গ) জামানতবিহীন ঋণ প্রদানের প্রাতিষ্ঠানিক স্থায় সূন্নায় ক্ষেত্র গ্রীণ বাংকের
ভূমিকা আলােচনা করুন।

১৫। (ক) বাংলাদেশের লিঙ্গ সমতার সাফল্যের কারণমূহ তুলে ক্ষন।
(খ) ই-শাসন (e-governance)-এর মাধ্যমে দুনীতি নিয়ে তা কতটা তা লাভ
করতে পারে বলে আপনি মনে করেন?
(গ) সরকারি-বেসরকারি অংশীদারিত্বের চানা ও অজ্ঞরাসমূহ কি কি

১৬। (ক) নীল অর্থনীতির (Blue Economy) সুবিধা আহণে মাসাদেশ কি কৌশল গ্রহণ
করতে পারে বলে আপনি মনে করেন
(খ) বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কিভাবে 'ডেমেলামিক ভিডিড’ sণ পণ্য হতে পায়ে
(গ) সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান সরকার কি কি পদপে গ্রহণ করেছে

১৭। (ক) বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পােশাক শিল্পের অবদান আলােচনা করুন।
(খ) রপ্তানি পণ্যের বহুমুখীকরণের ক্ষেত্রে বাংলাদেশে সামনে মুখ্য চালের
প্রতিবন্ধকতাসমূহ কি কি?
(গ) রপ্তানির উন্নয়ন এবং আমদানির বিকল্পায়নের উদ্দেশ্যে সরকারের এ যাবৎ গৃহীত
পদক্ষেপগুলাে কি কি?

১৮। (ক) চলতি পঞ্চবার্ষিক পরিকল্পনায় উচ্চ প্রবৃদ্ধি অর্জনের মূল চালিকা শক্তিগুলাে কি কি
(খ) প্রবৃদ্ধির উচ্চ হারের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক (inclusive) প্রবৃদ্ধি কেন বাংলাদেশের
জন্য গুরুত্বপূর্ণ?
(গ) সাম্প্রতিক বছরগুলােতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে কাঠামােগত কি পরিবর্তন সাধিত
হয়েছে?

১৯। (ক) ভিশন ২০২১-এর অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলাে কি?
(খ) কৃষিতে শস্য উপ-খাতের উন্নয়নে চলতি পঞ্চবার্ষিক পরিকল্পনায় নির্ধারিত লক্ষ্যমাত্রা
অর্জনে কি কর্মকৌশল গ্রহণ করা হয়েছে?
(গ) বাংলাদেশের অর্থনীতিতে সেবা খাতের অবদান আলােচনা করুন।

২০। (ক) বিশ্বায়ন কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে সুফল বয়ে এনেছে।
(খ) বাংলাদেশে বৈদেশিক বিনিয়ােগ আকর্ষণের প্রধান অন্তরায়সমূহ কি কি?
(গ) কমপ্রিহেনসিভ ট্রেড পলিসি (CTP)-এর মৌলনীতিসমূহ কি কি?

0/Post a Comment/Comments

Previous Post Next Post